দেড় লক্ষেরও কমে গোটা Russia ভ্রমণ, সঙ্গে Sputnik-V টিকা!
যাওয়ার জন্য ফোনের পর ফোন ভারতীয়দের
নিজস্ব প্রতিবেদন: স্পুটনিক ফাইভের দুটি ডোজ সহ ২৪ দিনে গোটা রাশিয়া ঘুরে দেখার সুযোগ। তাও আবার মাত্র ১.২৯ লক্ষ টাকায়। প্যাকেজের বিজ্ঞাপন সামনে আসতেই শোরগোল সোশাল মিডিয়ায়। রাশিয়া (Russia) যাওয়ার জন্য ব্যাগ্র প্রাণ এ দেশের ধনীদের। এক কথায় রথ দেখাও হল, সঙ্গে কলাবেচাও। ভারত থেকে ফোনের পর ফোন গেল উড়ান এজেন্সির কাছে। শুক্রবার গোটা বিষয়টি স্পষ্ট করলেন তাঁরা।
জানা গিয়েছে, দুবাইয়ের এক উড়ান এজেন্সির ঐ বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় লিকড্ হয়ে যায়। আর এরপরই কবে, কখন, কোথায় জানতে চেয়ে ভারত থেকে আগ্রহী পর্যটকদের একের পর এক ফোন আসতেই থাকে সংস্থার কাছে। সংস্থার সিইও অঙ্কিত জৈন জানান, এরকম কোনো প্যাকেজ এখনও লঞ্চ করা হয়নি। উড়ান সংস্থাকে আমরা সবেমাত্র দিল্লি-মস্কো এই প্যাকেজ সম্পর্কে জানিয়েছি। কিন্তু আমাদের মার্কেটিং টিমের পক্ষ থেকেই এটি বাইরে লিকড্ হয়ে যায়। ফোন আসতেই থাকছে।'
আরও পড়ুন: মার্কিন আকাশে UFO! আসছেন ভিনগ্রহীরা? ভাইরাল ভিডিও মানছেন ওবামাও
আরও পড়ুন: সুখবর! সরকারি কর্মচারীদের জন্য দ্বিগুণ DA বৃদ্ধি
Sputnik V এর দুটি ডোজ নেওয়ার মাঝের ২০ দিন ঘুরে দেখবেন রাশিয়া। ওই খরচের মধ্যে ধরা রয়েছে মস্কো-দিল্লি ও দিল্লি-মস্কোর বিমান ভাড়া, সেন্ট পিটার্সবার্গে তিনতারা হোটেলে ৪ দিনের থাকা, মস্কোর তিনতারা হোটেলে ২০ দিনের থাকা, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়া-আসা ও সেই সঙ্গে ২৪ দিনের ব্রেকফাস্ট ও ডিনারের বন্দোবস্ত। কেবল ভিসার জন্য যে ১০ হাজার টাকা লাগবে তা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। তবে ভ্যাকসিনের সার্টিফিকেটও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সংস্থার ভারতের ডিরেক্টর সুজিত সিং জানান, 'ভ্যাকসিন টুরিজমের (Vaccine Tourism) এই প্যাকেজ ইতিমধ্যেই দুবাইতে বিক্রি হয়েছে অনেক। তবে ভারতের ক্ষেত্রে আমরা এখনও প্রস্তুতি পর্যায়ে রয়েছি। কীভাবে পর্যটকদের ভ্যাকসিন দেওয়া হবে সে ব্যাপারে রাশিয়ার সরকারের থেকে আমরা এখনও সম্মতি পাইনি। যারা যেতে ইচ্ছুক বলে ফোনও করেছেন তাঁদের থেকে কোনও টাকা নেওয়া হয়নি।'