Video: kandahar এয়ারপোর্টে Taliban হানা, পাল্টা airstrike আফগান সেনার

আফগানিস্তানে শেষ ২৪ ঘণ্টায় খতম হয়েছে ২৫০-র বেশি তালিবান জঙ্গি।

Updated By: Aug 1, 2021, 07:31 PM IST
Video: kandahar এয়ারপোর্টে Taliban হানা, পাল্টা airstrike আফগান সেনার

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে ক্রমেই বেড়ে চলেছে তালিবান তাণ্ডব। কান্দাহার বিমানবন্দরে পরপর রকেট হানা। এবার পালটা বদলা নিলো আফগান সেনা। এয়ার স্ট্রাইকে গুড়িয়ে দেওয়া হল জঙ্গিঘাঁটি। খতম ১০ জনেরও বেশি তালিবান জঙ্গি। জখম বহু।

আরও পড়ুন: Ice's Retreat: হঠাত্‍ই উধাও আইসল্যান্ডের দীর্ঘ বরফচাদর!

আরও পড়ুন: Continental Drift: একই ভূমিখণ্ডের অংশ ভারত-আন্টার্কটিকা; ১০০ কোটি বছর আগের রহস্য!

শনিবার রাতে কান্দাহার বিমানবন্দরে হামলা চালায় তালিবান। পরপর তিনটি রকেট হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্থ হয় বিমানবন্দরের একটা বড় অংশ। এর ফলে বিমান ওঠানামা বন্ধ রয়েছে কান্দাহার বিমানবন্দরে। রবিবার সকালেই এই হামলার প্রত্যুত্তোর দিল আফগান সেনা। কান্দাহারের ঝেরাই জেলায় তালিবান ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে তারা। জানা গিয়েছে, গোটা আফগানিস্তানজুড়ে শেষ ২৪ ঘণ্টায় খতম হয়েছে প্রায় ২৫০ জন তালিবান জঙ্গি। জখম হয়েছে এতাধিক জঙ্গি। আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের পরেই গোটা দেশজুড়ে তাণ্ডব শুরু করেছে তালিবানরা। একের পর এক প্রদেশ তাদের দখলে চলে যেতে শুরু করেছে। তবে দমতে রাজি নয় আফগান প্রশাসনও। পাল্টা উত্তর দিচ্ছে তাঁরাও।