বিশাল ব্যবধানে জয়, ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত পুতিন

নিজস্ব প্রতিবেদন:  চতুর্থ বারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। ফলে আগামী ৬ বছর প্রেসিডেন্ট হিসেবে দেখা ‌যাবে পুতিনকে।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রবিবার ভোটগ্রহণ করা হয়। একাধিক একজিট পোল-এ বলা হচ্ছিল, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে পুতিন। ফল প্রকাশের পর সেটাই হল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, পুতিন পেয়েছেন ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী পাভেল গারদিনিন পেয়েছেন ১৩.৩৮ শতাংশ ভোট।

আরও পড়ুন-সিধুর সিক্সারে হেসে লুটোপুটি সোনিয়া, মনমোহন

নির্বাচনে বিশাল জয়ের পর সংবাদ মাধ্যমে পুতিন জানান, ‘দেশকে ঐক্যবদ্ধ করে রাখতে এই জয় খুবই গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিয়ে ‌যাওয়ার ক্ষেত্রে ফের একবার সু‌যোগ এসে গেল।’

এই নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয় হল এবার নির্বাচনে লড়াই করতে দেওয়া হয়নি পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনিকে। ফলে গতবারের তুলনায় এবার ভোট লাফিয়ে বেড়েছে পুতিনের। গতবার পুতিন পেয়েছিলেন ৬৪ শতাংশ ভোট। এবার তাকেও ছাপিয়ে গেলেন তিনি।  

English Title: 
Vladimir Putin reclected as Russia’s president for fourth time
News Source: 
Home Title: 

বিশাল ব্যবধানে জয়, ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত পুতিন

বিশাল ব্যবধানে জয়, ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত পুতিন
Yes
Is Blog?: 
No