চলে গেলেন ভিয়েতনামের প্রবাদপ্রতীপ জেনারেল ভো নুয়েন গিয়াপ
মৃত্যু হল ভিয়েতনামের প্রবাদপ্রতীপ জেনারেল ভো নুয়েন গিয়াপের। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০২ বছর। দীর্ঘ রোগভোগের পর হ্যানয়ের একটি সেনা হাসপাতালে মৃত্যু হয় গিয়াপের। জীবনের শেষ চার বছর হ্যানয়েই কাটান তিনি।
মৃত্যু হল ভিয়েতনামের প্রবাদপ্রতীপ জেনারেল ভো নুয়েন গিয়াপের। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০২ বছর। দীর্ঘ রোগভোগের পর হ্যানয়ের একটি সেনা হাসপাতালে মৃত্যু হয় গিয়াপের। জীবনের শেষ চার বছর হ্যানয়েই কাটান তিনি।
১৯৫৩ সালে দিন বিন ফু তে ফরাসিদের হারিয়ে উপনিবেশিক শাসন থেকে দেশকে মুক্ত করেন। সেই শুরু। এরপর ১৯৬৮ সালে আমেরিকার সেনাবাহিনীকে পরাস্ত করার পিছনেও তাঁর কৌশল কাজে দিয়েছিল।
যদিও সরকারিভাবে গিয়াপের মৃত্যুর খবর ঘোষণা করা হয় নি।
১৯১১ সালে ২৫ অগাস্ট মধ্য ভিয়েতনামে জন্ম হয় গিয়াপের। ১৯২০তে সক্রিয়ভাবে ইন্দোচিন কমিউনিস্ট পার্টিতে যোগ দেবার আগে কিছুদিন সাংবাদিকের কাজ করেছিলেন গিয়াপ।