Volodymyr Zelenskyy On European Parliament: মাতৃভূমি, স্বাধীনতার জন্য লড়ছি, কেউ টলাতে পারবে না:জেলেনস্কি, করতালিতে ভাসল ইউরোপিয়ান পার্লামেন্ট
'অন্ধকারের বিরুদ্ধে আলো জিতবে', আত্মবিশ্বাসী ইউক্রেনের প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদন: "আমাদের সমস্ত শহর অবরুদ্ধ, এটা জেনেও আমরা মাতৃভূমি এবং স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করছি। কেউ আমাদের টলাতে পারবে না। আমরা লক্ষ্যে অনড়, আমরা ইউক্রেনিয়ানস।" ইউরোপিয়ান পার্লামেন্টে (European Parliament) ভাষণের সময় ঠিক এই ভাষাতেই দৃঢ়তার পরিচয় দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁর বক্তৃতা শেষে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে জেলেনস্কিকে শুভেচ্ছা জানালেন পার্লামেন্টের সদস্যরা।
মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টে (European Parliament ) দেওয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) বলেন, "প্রমাণ করুন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। প্রমান দিন আপনারা আমাদের একা যেতে দেবেন না। প্রমাণ দিন আমরাও ইউরোপিয়ান এবং তখনই জীবন বাঁচবে, অন্ধকারের বিরুদ্ধে আলো জিতবে।" ইউরোপিয় ইউনিয়নের (EU) সদস্যপদ চেয়ে গতকালই আবেদন করেছেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। এরপরই ইউরোপিয়ান পার্লামেন্টে (European Parliament) ভাষণ দিলেন জেলেনস্কি।
Ukraine President Volodymyr Zelenskyy received a standing ovation after his address at European Parliament, said, "We're fighting for our land & our freedom despite the fact that all our cities are now blocked. Nobody is going to break us, we're strong, we're Ukrainians." he said pic.twitter.com/7JEU2Da9xd
— ANI (@ANI) March 1, 2022
প্রসঙ্গত, রুশ সেনার বোমাবর্ষণে মঙ্গলবারই ইউক্রেনের খারকিভে নিহত হয়েছেন এক ভারতীয় ছাত্র। মৃত ছাত্রের নাম নবীন এস.জি। তিনি কর্ণাটকের বাসিন্দা। ২০১৮ সালে তিনি ইউক্রেনে পড়তে গিয়েছিলেন। ইতিমধ্যে নিহত ছাত্রের বাবার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। টুইট করে খবরটি জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi)। পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেন তিনি। একই সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি।