World Tribal Day 2021: এই বিশ্ব আদিবাসী দিবসে সুরক্ষিত হোক আদিবাসীদের অধিকার

শুধু ভারতেই আছে ১০ কোটি আদিবাসী। যা ভারতের মোট জনসংখ্যার ৮.৬ শতাংশ।

Updated By: Aug 9, 2021, 04:07 PM IST
World Tribal Day 2021: এই বিশ্ব আদিবাসী দিবসে সুরক্ষিত হোক আদিবাসীদের অধিকার

নিজস্ব প্রতিবেদন: আদিবাসী সম্প্রদায় বিশ্বের সমগ্র মানবসম্পদের মধ্যে বিশেষ গুরুত্বের দাবিদার। সেই গুরুত্বকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক আদিবাসী দিবসের ভাবনা। বিশ্ব-সমাজের এই বিশিষ্ট অংশের কথা মনে করার ও মনে করানোর উদ্দেশ্যেই এমন একটি দিনের ভাবনা।

The International Day of the World's Indigenous Peoples বা সাধারণ ভাবে World Tribal Day প্রতিবছর ৯ অগস্ট পালিত হয়। 

আরও পড়ুন: Han Jo Kim-Regina Turner: সুন্দরী স্ত্রী যে 'দেহব্যবসায়ী' ছ'বছর সংসার করার পর জানলেন স্বামী!

সারা পৃথিবীতে নানা দেশে আদিম অধিবাসীদের অত্যন্ত সুপুষ্ট ঐতিহ্য বিরাজমান। শুধু ভারতেই আছেন ১০ কোটি আদিবাসী। যা ভারতের মোট জনসংখ্যার ৮.৬ শতাংশ।

৭০৫টি আদিম জাতি ভারতে বাস করে। এ ছাড়াও আরও বেশ কিছু প্রজাতি আছে ভারতে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর আদিম অধিবাসীর বসবাস। Strait Island এবং  Rutland Island-য়ে থাকে জারোয়া (Jarawa), জঙ্গিল (Jangil), সেন্টিনেলিস (Sentinelese) ইত্যাদি আদিম অধিবাসী বর্গ। এরা মূলত যাযাবর। কিন্তু এখন এদের সেই অভ্যাস চলে গেছে। এখন একটি নির্দিষ্ট অঞ্চলেই আবদ্ধ থাকে এরা। মাছ ধরা বা শিকার (Fishing and Hunting) করাই এখন তাদের প্রধান কাজ। 

ভারতের মূল ভূখণ্ডে সাঁওতাল কোল ভিল ইত্যাদি আদিম অধিবাসীর বসবাস। অসম, বাংলা, ত্রিপুরা, বিহার, ওডিশা, ছত্তীশগঢ়েই মূলত সাঁওতালদের (Santhal Tribes) বাস। সাঁওতাল উপজাতির মধ্যে ৭ ধরনের বিয়ের চল আছে। সাঁওতালদের পরেই এদেশে ভিল উপজাতির আধিক্য। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে ভিল উপজাতির বসবাস। ঘুমার নামক এদের নাচ অত্যন্ত ঐতিহ্যশালী।

৯ অগস্ট দিনটি আদিবাসীদের উৎসর্গ করা হয়েছে। দিনটিতে আদিবাসীদের অধিকার রক্ষার সঙ্কল্প নেওয়া হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Afghan Taliban Clash: ২৪ ঘণ্টায় প্রায় ৬০০-র মতো তালিবান নিকেশ করেছে তারা, দাবি আফগান সেনার

.