বার্টি এখন কচ্ছপদের 'উসেইন বোল্ট', দ্রুত দৌড়ে নাম তুলল গিনিস বুকে

গল্পটা নিশ্চই জানেন, খরগোশ ও কচ্ছপের দৌড়। সেখানে নিষ্ঠা ও সততার জন্য কচ্ছপই শেষ পর্যন্ত জিতেছিল। কিন্তু টিপ্পনিটা বরাবরই শুনতে হয় তাকে "বড্ড ধীরে হাঁটো তুমি।" বার্টিই কিন্তু কাছিম কূলের মুখ রেখেছে। সে এখন বিশ্বের দ্রুততম কচ্ছপ। বলা যেতে পারে, কচ্ছপদের উসেইন বোল্ট।

Updated By: Sep 11, 2015, 12:07 PM IST
বার্টি এখন কচ্ছপদের 'উসেইন বোল্ট', দ্রুত দৌড়ে নাম তুলল গিনিস বুকে

ওয়েব ডেস্ক: গল্পটা নিশ্চই জানেন, খরগোশ ও কচ্ছপের দৌড়। সেখানে নিষ্ঠা ও সততার জন্য কচ্ছপই শেষ পর্যন্ত জিতেছিল। কিন্তু টিপ্পনিটা বরাবরই শুনতে হয় তাকে "বড্ড ধীরে হাঁটো তুমি।" বার্টিই কিন্তু কাছিম কূলের মুখ রেখেছে। সে এখন বিশ্বের দ্রুততম কচ্ছপ। বলা যেতে পারে, কচ্ছপদের উসেইন বোল্ট।

ডার্হামে আয়োজিত দক্ষিণ আফ্রিকার লিওপার্ড কচ্ছপ বার্টি নয়া রেকর্ড করল সেকেন্ডে ০.২৮ মিটার (০.৯২ ফুট /সেকেন্ড) দৌড়ে। এর আগে ১৯৭৭ সালে ইংল্যান্ডের চার্লির রেকর্ড ছিল ০.১২৫ মিটার / সেকেন্ড। নয়া নজির গড়ার পর অ্যাডভেনচার ভ্যালিতে বার্টিকে উসেইন বোল্ট বলেই ডাকতে বেশি পচ্ছন্দ করছে তার ভক্তরা।

২০১৬ বিশ্ব রেকর্ড করে গিনিস বুকে নাম তুলেছে যারা (ভিডিও)

.