ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প!(ভিডিও)
দিল্লি, কাশ্মীর, চন্ডীগড়সহ উত্তর ভারতের নানা অংশ কিছুক্ষণ আগেই কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। ভূমিকম্পের উত্সস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত। আতঙ্কে রাস্তায় নেমে আসেন দিল্লির মানুষ। কম্পন অনুভূত হয় উত্তর ভারতের অন্যান্য শহরেও। কম্পন স্থায়ী হয় প্রায় দেড় মিনিট ধরে। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ওয়েব ডেস্ক: দিল্লি, কাশ্মীর, চন্ডীগড়সহ উত্তর ভারতের নানা অংশ কিছুক্ষণ আগেই কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। ভূমিকম্পের উত্সস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত। আতঙ্কে রাস্তায় নেমে আসেন দিল্লির মানুষ। কম্পন অনুভূত হয় উত্তর ভারতের অন্যান্য শহরেও। কম্পন স্থায়ী হয় প্রায় দেড় মিনিট ধরে। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে ক্যামেরায় ধরা পড়া আজ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় জাপানের কোবেতে। ১৯৯৫ সালে এই ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে তছনছ হয়ে যায় গোটা পশ্চিম জাপান। নিচের ভিডিওয়ে দেখে নিন ক্যামেরায় ধরা পড়া সেই ভূমিকম্পের কিছু অংশ।