বলুন দেখি এই সবুজ মায়াবী আলোটা কীসের?
আকাশ জুড়ে শুধুই সবুজ আলো। আকাশের একদিক থেকে আরেক দিকে চলে গেছে সেই আলো। মায়াবী সেই সবুজ আলোর দিকে যত তাকিয়ে থাকবেন, ততই মুগ্ধ হবেন। ঘোর যেন কিছুতেই কাটার নয়! প্রকৃতির আলোর খেলায় মুগ্ধ হলেন টিম পেক।
ওয়েব ডেস্ক : আকাশ জুড়ে শুধুই সবুজ আলো। আকাশের একদিক থেকে আরেক দিকে চলে গেছে সেই আলো। মায়াবী সেই সবুজ আলোর দিকে যত তাকিয়ে থাকবেন, ততই মুগ্ধ হবেন। ঘোর যেন কিছুতেই কাটার নয়! প্রকৃতির আলোর খেলায় মুগ্ধ হলেন টিম পেক।
আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে অরোরা অস্ট্রালিসের ভিডিও তুললেন তিনি। তারপর তা টুইটারে শেয়ার করতেই চোখ টানল সবার। ভিডিওর নীচে ক্যাপশন, “জাস্ট অ্যাজ স্টানিং।” পৃথিবীর উপর প্রায় ২০০ মাইল দূরত্ব থেকে তোলা এই ভিডিওটি। ক্লিক করে দেখুন অসাধারণ সেই ভিডিওটি-
We don't see so much of the #Aurora Australis but it's just as stunning. https://t.co/Wda8DAEzFR
— Tim Peake (@astro_timpeake) April 7, 2016
বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারে সৌর ঝড়ের ফলে তৈরি হয় এই মায়াবী আলো বা অরোরা। কুমেরুতে টানা ছয় মাস যখন রাত চলে, তখন এই অরোরা অস্ট্রালিসই আলো দেয়। আন্টার্কটিকা, দক্ষিণ অ্যামেরিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রালিয়ার আকাশে দেখা যায় এই অরোরা অস্ট্রালিস।