চলে গেলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি!

বয়স ১১৬ বছর। নাম সুসানা মুশাট জোন্স। গতবছরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। তবে, গত কয়েক দিনের রোগভোগের পর গতকাল রাতে ব্রুকলিনে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর।

Updated By: May 13, 2016, 04:54 PM IST
চলে গেলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি!

ওয়েব ডেক্স : বয়স ১১৬ বছর। নাম সুসানা মুশাট জোন্স। গতবছরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। তবে, গত কয়েক দিনের রোগভোগের পর গতকাল রাতে ব্রুকলিনে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর।

১৮৯৯ সালে আলাবামার মন্টগোমেরিতে জন্ম হয় জোন্সের। ১৯২২ সালে স্কুলের গণ্ডি পার করেন তিনি। এরপর নিউ ইয়র্কে হাউজকিপারের চাকরি নিয়ে চলে যান তিনি। ১৯৬৫ সালে চারকি জীবন থেকে অবসর নেন জোন্স।

গতবছর জাপানের টোকিওতে মিশাও ওকাওয়ার ১১৭ বছর বয়সে মৃত্যুর পরই জোন্সকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে ঘোষণা করা হয়ে। নামও ওঠে গিনেস ওয়ার্ড রেকর্ডে।

.