ইয়েমেনে মানববোমায় মৃত ৯৬, দায় স্বীকার আলকায়দার
ইয়েমেনের রাজধানী সানায় সেনা মহড়া চলাকালীন মানব বোমা বিস্ফোরণের দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আল কায়দা। আজ এক বিধ্বংসী মানববোমা বিস্ফোরণে ইয়েমেনে ৯৬ সেনার মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।
ইয়েমেনের রাজধানী সানায় সেনা মহড়া চলাকালীন মানব বোমা বিস্ফোরণের দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আল কায়দা।
আজ এক বিধ্বংসী মানববোমা বিস্ফোরণে ইয়েমেনে ৯৬ সেনার মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।
ইয়েমেনের রাজধানী সানায় সরকারি উদ্যোগে প্যারেডের মহড়া চলাকালীন এক ইয়েমেনি সেনা সামরিক উর্দির নীচে মানব মানববোমা লুকিয়ে রেখেছিল বলে খবর পাওয়া গিয়েছে। সেনা ব্যাটেলিয়ানের মাঝামাঝি জায়গায় বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯৬ জন সেনা জওয়ানের।
উত্তর এবং দক্ষিণ ইয়েমেনের ২২তম সংযুক্তি দিবস উপলক্ষ্যেই সামরিক মহড়া চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ নাসের আহমেদ। যদিও তাঁকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রেসিডেন্ট মনসুর হাদি ইয়েমেনের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হল ইয়েমেনের জনবহুল সাবিন স্কোয়ার। হামলাকারী মানববোমা সিএসএফ বাহিনীর জওয়ান বলে খবর। বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। আহতদের ৭টি আলাদা আলাদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত এবং আহতদের সকলেই সেনাবাহিনীর সদস্য বলে জানা গিয়েছে।