চোরাপথে সীমান্ত পেরিয়ে ঢোকায় ১৯ জন বাংলাদেশিকে গ্রেফতার

চোরাপথে সীমান্ত পেরিয়ে এরাজ্যে ঢোকায় ১৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিস। শুধু বাদুড়িয়া সীমান্তেই গ্রেফাতার করা হয়েছে ১৩জন বাংলাদেশিকে। বসিরহাট সীমান্ত এলাকায় পাঁচজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিস। জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, তারা অবৈধভাবে এরাজ্যে এসেছেন। স্বরূপনগর সীমান্তে গ্রেফতার হয়েছেন এক মহিলা অনুপ্রবেশকারী। ধৃতদের চোদ্দদিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

Updated By: Oct 13, 2014, 10:12 AM IST
চোরাপথে সীমান্ত পেরিয়ে ঢোকায় ১৯ জন বাংলাদেশিকে গ্রেফতার

ওয়েব ডেস্ক: চোরাপথে সীমান্ত পেরিয়ে এরাজ্যে ঢোকায় ১৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিস। শুধু বাদুড়িয়া সীমান্তেই গ্রেফাতার করা হয়েছে ১৩জন বাংলাদেশিকে। বসিরহাট সীমান্ত এলাকায় পাঁচজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিস। জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, তারা অবৈধভাবে এরাজ্যে এসেছেন। স্বরূপনগর সীমান্তে গ্রেফতার হয়েছেন এক মহিলা অনুপ্রবেশকারী। ধৃতদের চোদ্দদিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

এদিকে, খাগড়াগড় বিস্ফোরণে একমাত্র জীবিত জঙ্গি আবুল হাকিমকে আজ জিজ্ঞাসাবাদ করতে পারে এনআইএ। এসএসকেএমের সার্জারি বিভাগের আইসিইউতে এখন ভর্তি রয়েছে সে। হাসান চৌধুরীর বাড়িতে বিস্ফোরণের পর জখম অবস্থায় উদ্ধার করা হয় আবুল হাকিমকে। শরীরে একাধিক স্প্লিন্টারের আঘাত থাকায়, প্রথমে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে আসা হয় এসএসকেএমে।

আবুল এখন প্রায় সুস্থ। বাঁ হাঁটুতে একটু ক্ষত থাকলেও, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যেতে পারে বলে মনে করছেন চিকিত্‍সকরা। বিস্ফোরণের পর পেরিয়ে গেছে ১১ দিন। সদ্য তদন্তভার হাতে পেয়েছে এনআইএ। তাই আবুল হাকিমকে তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদ করতে চাইছে তারা। সেইমতো অনুমতি চেয়ে গতকাল এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করে জাতীয় তদন্তকারী সংস্থা। চিকিত্‍সকরা অনুমতি দেওয়ায় আজ তাকে জেরা করতে পারে এনআইএ।

Tags:
.