গণতন্ত্রে আঘাত, ভোটের সংবাদ সংগ্রহে বাঁধা সাংবাদিককে

কলকাতার পর জেলার পুরভোটেও খবর সংগ্রহে বাধা চব্বিশ ঘণ্টাকে। রীতিমতো হুমকি দেওয়া হল আমাদের প্রতিনিধিকে। আজ দমদমের ২২ নম্বর ওয়ার্ডের শ্রী প্রাইমারি স্কুলে খবর সংগ্রহে যান আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সেখানেই বাধার মুখে পড়েন তিনি। এমনকি পোলিং স্টেশন থেকে আমাদের প্রতিনিধিকে বের করে দেওয়ারও হুমকি দিতে থাকেন শাসক দলের কর্মীরা।   

Updated By: Apr 25, 2015, 02:20 PM IST
গণতন্ত্রে আঘাত, ভোটের সংবাদ সংগ্রহে বাঁধা সাংবাদিককে

ওয়েব ডেস্ক: কলকাতার পর জেলার পুরভোটেও খবর সংগ্রহে বাধা ২৪ ঘণ্টাকে। রীতিমতো হুমকি দেওয়া হল আমাদের প্রতিনিধিকে। আজ দমদমের ২২ নম্বর ওয়ার্ডের শ্রী প্রাইমারি স্কুলে খবর সংগ্রহে যান আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সেখানেই বাধার মুখে পড়েন তিনি। এমনকি পোলিং স্টেশন থেকে আমাদের প্রতিনিধিকে বের করে দেওয়ারও হুমকি দিতে থাকেন শাসক দলের কর্মীরা।   

খবর সংগ্রহে গিয়ে বরানগরেও বাধার মুখে ২৪ ঘণ্টা। ৯ নম্বর ওয়ার্ডে ভোটদানে বাধা এবং সিপিআইএম প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌছে যান আমাদের প্রতিনিধি। রাস্তার মুখে পিকেট করে বসে ছিলেন শাসকদলের প্রতিনিধিরা। আর সেখানেই খবর সংগ্রহ করতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় চব্বিশ ঘণ্টাকে।

 

.