বিয়ে ভেঙে দৃষ্টান্ত স্থাপন, পাঁচ সাহসিনীকে আমন্ত্রণ রাষ্ট্রপতির
নিজের বিয়ে নিজে ভেঙে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মেয়ে সুনীতা। সারা দেশ জেনেছিল তাঁর সংগ্রামের কথা। সুনীতাই নন শুধু, পুরুলিয়ারই আরও চার কন্যা একই রকম দুঃসাহস দেখিয়েছেন। সাহসী পাঁচ কন্যাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
নিজের বিয়ে নিজে ভেঙে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মেয়ে সুনীতা। সারা দেশ জেনেছিল তাঁর সংগ্রামের কথা। সুনীতাই নন শুধু, পুরুলিয়ারই আরও চার কন্যা একই রকম
দুঃসাহস দেখিয়েছেন। সাহসী পাঁচ কন্যাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
আফসানা, বীণা, মুক্তি, সঙ্গীতা, সুনীতা। পাঁচ কন্যার কাহিনীতে মিল একটাই। প্রত্যেকেই নাবালিকা অবস্থায় বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কারও বারো তো কারও চোদ্দ বছরেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তাঁদের অনিচ্ছা সত্ত্বেও বিয়ে ঠিক করেছিলেন পরিবারের সদস্যরা। মুখ বুঁজে সহ্য করা নয়, নিজেদের বিয়ে ভেঙে দিয়েছিলেন সাহসী পাঁচ কন্যা। তাঁদের ঠিকানা এখন পুরুলিয়ার সরকারি শিশু শ্রমিক স্কুল। সব প্রতিবন্ধকতা কাটিয়ে পড়াশুনো চালিয়ে যাচ্ছেন তাঁরা।
দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি পাঁচ কন্যার বলিষ্ঠ পদক্ষেপে অভিভূত। আগামী বুধবার রাষ্ট্রপতির আমন্ত্রণে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন আফসানা, বীণা, মুক্তি, সঙ্গীতা, সুনীতা। তাঁদের মুখ থেকেই সংগ্রামের কাহিনী শুনবেন প্রতিভা দেবী সিংহ পাতিল।
পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার পাঁচ কন্যাই সারা দেশের কাছে এখন রোল মডেল।