দক্ষিণ ২৪ পরগনার কুল্পি রোডের কাছে পুলিসের জালে অস্ত্রসহ ৯ কুখ্যাত দুষ্কৃতী

অস্ত্রসহ ৯ জন কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল পুলিসের জালে। গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার কুল্পি রোডের রথতলা মোড়ে কাছে একটি গাড়িকে আটকায় জয়নগর থানার পুলিস। গাড়ি থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, ৪টি ওয়ান শাটার, ১৩ রাউন্ড গুলি, ১১টি তাজা বোমা, ৭টি মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা।

Updated By: Aug 5, 2016, 08:36 AM IST
দক্ষিণ ২৪ পরগনার কুল্পি রোডের কাছে পুলিসের জালে অস্ত্রসহ ৯ কুখ্যাত দুষ্কৃতী

ওয়েব ডেস্ক: অস্ত্রসহ ৯ জন কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল পুলিসের জালে। গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার কুল্পি রোডের রথতলা মোড়ে কাছে একটি গাড়িকে আটকায় জয়নগর থানার পুলিস। গাড়ি থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, ৪টি ওয়ান শাটার, ১৩ রাউন্ড গুলি, ১১টি তাজা বোমা, ৭টি মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা।

আরও পড়ুন ড্রাইভিং লাইসেন্সে দুর্নীতি রুখতে তত্পর রাজ্য

পুলিসি জেরায় ধৃতেরা জানিয়েছে, একজনকে খুন করতে যাচ্ছিল তারা। ধৃতদের মধ্যে নজরুল বৈদ্য ২০১৪-এ কুলতলি বিধানসভার নলগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুনীত হালদারের খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

.