বর্ধমানে লরি দুর্ঘটনায় মৃত সাত শবানুগামী

সত্‍‍কার করে ফেরার পথে লরি উল্টে মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বর্ধমানের জামালপুরে একটি দোকানে ধাক্কা মেরে উল্টে যায় লরিটি। ঘটনাস্থলেই কয়েকজন শ্মশান যাত্রীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Updated By: Oct 2, 2012, 11:02 PM IST

সত্‍‍কার করে ফেরার পথে লরি উল্টে মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বর্ধমানের জামালপুরে একটি দোকানে ধাক্কা মেরে উল্টে যায় লরিটি। ঘটনাস্থলেই কয়েকজন শ্মশান যাত্রীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
হুগলির পোলবার সারাংগা গ্রামের বানেশ্বর মুর্মুর মৃত্যু হয় সোমবার বিকেলে। একটি লরিতে করে মৃতদেহ নিয়ে বর্ধমানের দামোদর শ্মশানে শত্‍‍কার করতে গিয়েছিলেন ৭০-৮০ জন গ্রামবাসী। শত্‍‍কার করে ফেরার পথে জামালপুরের চৌবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
আহতদের কয়েকজনকে প্রথমে জামালপুর ও মেমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বাকিদের বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। গভীর রাতে জামালপুর ও মেমারি থেকে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

.