জলপাইগুড়ি AC কলেজে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ

ফের কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ। এবার জলপাইগুড়ি AC কলেজে। বিক্ষোভের জেরে প্রায় ৫ ঘণ্টা নিজের ঘরে আটকে পড়েন অধ্যক্ষ। আজ কলেজে ভর্তির সময়সীমা বাড়ানোর দাবিতে TMCP-র নেতৃত্বে বিক্ষোভ দেখান ছাত্রদের একাংশ। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে বহু ছাত্র কলেজে ভর্তির ফর্ম জমা দিতে পারেননি। ছাত্রদের দাবি, তাদেরও ভর্তির সুযোগ দেওয়া হোক।

Updated By: Aug 6, 2016, 07:05 PM IST
জলপাইগুড়ি AC কলেজে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ

ওয়েব ডেস্ক: ফের কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ। এবার জলপাইগুড়ি AC কলেজে। বিক্ষোভের জেরে প্রায় ৫ ঘণ্টা নিজের ঘরে আটকে পড়েন অধ্যক্ষ। আজ কলেজে ভর্তির সময়সীমা বাড়ানোর দাবিতে TMCP-র নেতৃত্বে বিক্ষোভ দেখান ছাত্রদের একাংশ। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে বহু ছাত্র কলেজে ভর্তির ফর্ম জমা দিতে পারেননি। ছাত্রদের দাবি, তাদেরও ভর্তির সুযোগ দেওয়া হোক।

বিক্ষোভের পাশাপাশি কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা। কলেজের TMCP ছাত্র সংগঠনের দাবি, তাঁরা ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করেছেন। কোনও ঘেরাও কর্মসূচি ছিল না। অন্যদিকে অধ্যক্ষ জানিয়েছেন, ভর্তির মেয়াদ শেষ হওয়ায় নিয়মের বাইরে গিয়ে তার পক্ষে কিছু করা সম্ভব নয়। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ।

.