হস্টেল ফি বাড়ানোর প্রতিবাদে রাতভর ঘেরাও খড়গপুর IIT ডিরেক্টর

বিক্ষোভ-ঘেরাওয়ের ছোঁয়াচ এবার খড়গপুর IIT-তেও। হস্টেল ফি বাড়ানোর প্রতিবাদে রাতভর ঘেরাও IIT ডিরেক্টরকে ঘেরাও করে রাখলেন PHD ছাত্রছাত্রীরা। প্রায় চব্বিশ ঘণ্টা হতে চললেও, আন্দোলনে দাঁড়ি পড়ার লক্ষণ নেই। গবেষক ছাত্রছাত্রীদের অভিযোগ, হঠাত্‍ করেই প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে হস্টেল ফি। এবিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে নারাজ IIT কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিভিন্ন খাতে কেন্দ্রীয় অনুদান কমে যাওয়াতেই এই ফি বাড়ানোর সিদ্ধান্ত। এর বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্তে অনড় পড়ুয়ারাও। তাঁদের সাফ কথা, বর্ধিত ফি প্রত্যাহার না করা পর্যন্ত ঘেরাও চলবে। যদিও প্রশ্ন উঠছে, অভিযোগ যাই হোক না কেন, ঘেরাওয়ের পথে যাওয়ার সিদ্ধান্ত আদতে IIT-র মতো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করছে না তো?

Updated By: Dec 21, 2016, 09:05 AM IST
হস্টেল ফি বাড়ানোর প্রতিবাদে রাতভর ঘেরাও খড়গপুর IIT ডিরেক্টর

ওয়েব ডেস্ক: বিক্ষোভ-ঘেরাওয়ের ছোঁয়াচ এবার খড়গপুর IIT-তেও। হস্টেল ফি বাড়ানোর প্রতিবাদে রাতভর ঘেরাও IIT ডিরেক্টরকে ঘেরাও করে রাখলেন PHD ছাত্রছাত্রীরা। প্রায় চব্বিশ ঘণ্টা হতে চললেও, আন্দোলনে দাঁড়ি পড়ার লক্ষণ নেই। গবেষক ছাত্রছাত্রীদের অভিযোগ, হঠাত্‍ করেই প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে হস্টেল ফি। এবিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে নারাজ IIT কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিভিন্ন খাতে কেন্দ্রীয় অনুদান কমে যাওয়াতেই এই ফি বাড়ানোর সিদ্ধান্ত। এর বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্তে অনড় পড়ুয়ারাও। তাঁদের সাফ কথা, বর্ধিত ফি প্রত্যাহার না করা পর্যন্ত ঘেরাও চলবে। যদিও প্রশ্ন উঠছে, অভিযোগ যাই হোক না কেন, ঘেরাওয়ের পথে যাওয়ার সিদ্ধান্ত আদতে IIT-র মতো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করছে না তো?

আরও পড়ুন বার্লিনে ক্রিসমাস মার্কেটে সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করল আইসিস

আরও পড়ুন বাড়িতে মোমো তৈরির সবথেকে সহজ পদ্ধতি

.