মূল অভিযুক্ত গ্রেফতারের পরেও অগ্নিগর্ভ রসপুঞ্জ
আজও অগ্নিগর্ভ রসপুঞ্জ। মূল অভিযুক্ত সিরাজুল মোল্লা ওরফে কালুর গ্রেফতারির পরও, উত্তেজনা এতটুকু কমেনি।
![মূল অভিযুক্ত গ্রেফতারের পরেও অগ্নিগর্ভ রসপুঞ্জ মূল অভিযুক্ত গ্রেফতারের পরেও অগ্নিগর্ভ রসপুঞ্জ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/18/76464-raspunja1-18-1-17.jpg)
ওয়েব ডেস্ক: আজও অগ্নিগর্ভ রসপুঞ্জ। মূল অভিযুক্ত সিরাজুল মোল্লা ওরফে কালুর গ্রেফতারির পরও, উত্তেজনা এতটুকু কমেনি।
আরও পড়ুন রসপুঞ্জ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত সিরাজুল মোল্লা ওরফে কালু
ফের অগ্নিগর্ভ বিষ্ণুপুরের রসপুঞ্জ। পুলিস ফাঁড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। তারপর ফাঁড়ির আসবাবপত্র, মোটসাইকেল রাস্তায় ফেলে, আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, রাতে গ্রামে ঢুকে অবাধে ভাঙচুর এবং মারধর করেছে পুলিস। রেয়াত করা হয়নি মহিলা এবং প্রতিবন্ধীদেরও। প্রতিবাদে আজ সকাল থেকে উত্তপ্ত রসপুঞ্জ। জায়গায় জায়গায় গাছ ফেলে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে চলছে পথ অবরোধ। ঠাকুরপুকুর থেকে বাখরাহাটগামী রাস্তা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীরা।
আরও পড়ুন চমকে যাওয়ার মতো কম দামে ৪জিবি 4G ডেটা দিচ্ছে ভোডাফোনের
আন্দোলনকারীদের দাবি, সোমবারের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের সরকারি খরচায় চিকিত্সার ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন স্থানীয়রা। অথচ এতকিছুর পরেও এলাকায় দেখা নেই পুলিসের।