হাওয়ায় চলবে মোটর বাইক, হাওয়া-বাইকের আবিষ্কারে হতবাক হাবড়া
পেট্রোল কিম্বা ডিজেল নয়। মোটরসাইকেল ছুটবে হাওয়ায়। এ কোনও রূপকথা নয়। একেবারে সত্যি ঘটনা। সম্প্রতি এমনই এক হাওয়া-বাইকের আবিষ্কার করেছেন হাবড়ার এক যুবক। তেলের পাইপে হাওয়া ভরলেই স্টার্ট হচ্ছে মোটরবাইক।
ওয়েব ডেস্ক: পেট্রোল কিম্বা ডিজেল নয়। মোটরসাইকেল ছুটবে হাওয়ায়। এ কোনও রূপকথা নয়। একেবারে সত্যি ঘটনা। সম্প্রতি এমনই এক হাওয়া-বাইকের আবিষ্কার করেছেন হাবড়ার এক যুবক। তেলের পাইপে হাওয়া ভরলেই স্টার্ট হচ্ছে মোটরবাইক।
গ্যারেজ নয়। ছোটবেলা থেকেই নিজের মোটরসাইকেল নিজেই সারাতে পছন্দ করতেন হাবড়ার বাদরের গৌরব দেবনাথ। আর এ কাজ করতে করতেই হাওয়া-বাইক তৈরির ইচ্ছা জাগে তার মনে। যেমন ভাবনা তেমন কাজ। বেশ কিছুদিন ধরে পরীক্ষা-নিরিক্ষা চালানোর পর সত্যি সত্যিই একদিন হাওয়া বাইক তৈরি করে ফেললেন বছর তেইশের গৌবর। তেলের পাইপে হাওয়া ভরে স্টার্ট করলেই চলতে শুরু করছে বাইক।
ফর্মুলা তৈরি। কিন্তু অর্থের অভাবে এখনও অনেক কাজ বাকি। বিশেষত যে ট্যাঙ্কে পেট্রোলের বদলে হাওয়া ভরা থাকবে, সেটা তৈরি করতে পারেনি গৌরব। কারণ এ কাজ সম্পন্ন করতে চাই বাইক প্রস্তুতকারক সংস্থাগুলির সহযোগিতা। যদি সত্যি সত্যিই কোনও সংস্থা গৌরবের পাশে এসে দাঁড়ায়, তাহলে শিগ্গিরিই হয়ত শহরের রাস্তায় ছুটবে দূষণহীন হাওয়া-বাইক।