অভিযুক্ত অনুব্রতকে জামাই আদর সিউড়ি আদালতে

Updated By: Aug 6, 2015, 11:36 PM IST
অভিযুক্ত অনুব্রতকে জামাই আদর সিউড়ি আদালতে

কোর্ট লকআপে অভিযুক্তকে জামাই আদর! কেউ এগিয়ে দিচ্ছেন চেয়ার। কেউ ব্যবস্থা করছেন টেবল ফ্যানের।  সিউড়ি আদালতে আজ এমনই ভিআইপি ট্রিটমেন্ট পেলেন অনুব্রত মণ্ডল।  

বাইশ ও তেইশে এপ্রিল এই মামলার সাক্ষ্যগ্রহণ। পুলিসকে বোমা মারার হুমকি। সেই মামলাতেই বৃহস্পতিবার সিউড়ি আদালতে  হাজিরা দেন অনুব্রত মণ্ডল।  
তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে ঘিরে  সাজসাজ রব গোটা আদালত চত্বরে।

সঙ্গে একঝাঁক নিরাপত্তা রক্ষী। লালবাতি লাগানো গাড়ি চেপে কোর্টে এলেন অনুব্রত।

প্রশ্ন, আদৌ কি লালবাতি গাড়িতে ঘুরতে পারেন অনুব্রত?
পশ্চিমবঙ্গ সরকারের নোটিফিকেশন অনুসারে এই অধিকার আদৌ দেওয়া হয়নি অনুব্রতকে।

এখানেই শেষ নয়। কোর্ট লক আপে পুলিসকর্মী  তাঁকে দেখেই ছেড়ে দিলেন চেয়ার। দেখা হল টেবল ফ্যানের হাওয়াটা যেন ডাইরেক্ট দাদাই পান। আর পুলিসের এই ভূমিকাতেই উঠছে প্রশ্ন। অন্য বন্দিদের ক্ষেত্রেতো এমন উদ্যোগ নেয় না পুলিস।  প্রতিবার গরমেই কোর্ট লকআপে মৃত্যুর ঘটনা ঘটে। তখন কোথায় যায় পুলিসের এই মানবিক রূপ?

আইনের চোখে সকলে সমান। তাহলে অনুব্রতর জন্য আলাদা ব্যবস্থা কেন? ফের একবার পক্ষপাতিত্বের নিদর্শন রেখে কাঠগড়ার পুলিস।

 

.