রাজ্যপালের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল এপিডিআর
রাজ্যপালের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল এপিডিআর। গত ৩১ অগাস্ট উত্তর চব্বিশ পরগনার কালীনগর কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটে। এসএফআই সমর্থকদের বিরুদ্ধে অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে। রাজ্যপাল তাঁর প্রতিক্রিয়ায় জানান, এই ছাত্রদের পেটানো উচিত। এই মন্তব্যকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এপিডিআর।
রাজ্যপালের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল এপিডিআর। গত ৩১ অগাস্ট উত্তর চব্বিশ পরগনার কালীনগর কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটে। এসএফআই সমর্থকদের বিরুদ্ধে অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে। রাজ্যপাল তাঁর প্রতিক্রিয়ায় জানান, এই ছাত্রদের পেটানো উচিত। এই মন্তব্যকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এপিডিআর।
প্রসঙ্গত, ছাত্রদের হাতে শিক্ষক-অধ্যক্ষদের নিগ্রহের ঘটনায় বিরক্ত রাজ্যপাল এম কে নারায়ণন বলেছিলেন, `আমার মনে হয়, অভিযুক্ত ছাত্রদের পিটিয়ে ঠান্ডা করা উচিত। অধ্যক্ষের গায়ে হাত তোলার অধিকার কারও নেই।` পরে অন্য এক অনুষ্ঠানে হরিরামপুর কলেজের হামলা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। রাজ্যপাল জানিয়ে দেন, তিনি রাজ্য পুলিশের ডিজি-কে দোষীদের গ্রেফতার করতে বলেছেন। একই সঙ্গে তিনি বলেন, `আশা করব, ওরা জামিন পাবে না (আই হোপ দে ডোন্ট গেট বেল)।`