পালসিট থেকে অবশেষে পাততাড়ি গোটাল সেনাবাহিনী

পালসিট থেকে পাততাড়ি গোটাল সেনাবাহিনী। ৩০-শে নভেম্বর মধ্যরাতে দুই নম্বর জাতীয় সড়কের ওপর এই টোল প্লাজায় মোতায়েন হয় সেনা। উদ্দেশ্য ছিল, যান চলাচল নিয়ে তথ্য সংগ্রহ করা। ৭২ ঘণ্টার জন্য সেনা মোতায়েন থাকার কথা ছিল। যদিও, শুক্রবার রাত ৯টা ৪০-এই জওয়ানরা তাঁবু গুটিয়ে নেন।  খালি করে দেওয়া হয় টোল প্লাজা।

Updated By: Dec 3, 2016, 09:42 AM IST
পালসিট থেকে অবশেষে পাততাড়ি গোটাল সেনাবাহিনী

ওয়েব ডেস্ক : পালসিট থেকে পাততাড়ি গোটাল সেনাবাহিনী। ৩০-শে নভেম্বর মধ্যরাতে দুই নম্বর জাতীয় সড়কের ওপর এই টোল প্লাজায় মোতায়েন হয় সেনা। উদ্দেশ্য ছিল, যান চলাচল নিয়ে তথ্য সংগ্রহ করা। ৭২ ঘণ্টার জন্য সেনা মোতায়েন থাকার কথা ছিল। যদিও, শুক্রবার রাত ৯টা ৪০-এই জওয়ানরা তাঁবু গুটিয়ে নেন।  খালি করে দেওয়া হয় টোল প্লাজা।

আরও পড়ুন- সেনা ইস্যুতে এবার রাজ্যকে দেওয়া চিঠি পেশ করল ইস্টার্ন কম্যান্ড

হঠাত্‍ করে সেনা মোতায়েন করার ফলে রাজ্য ও সেনার মধ্যে লেগে যায় সংঘাত। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনায় উত্তাল হয় সংসদের অধিবেশন। অবশেষে সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় রুটিন মহড়ার জন্যই এই কাজ করা হচ্ছে।

.