বালিতে আক্রান্ত তৃণমূল বিধায়ক

রোলিং মিলে কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার লিলুয়া। ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিধায়ক সুলতান সিং। আজ সকালে ছাঁটাইয়ের প্রতিবাদ জানাচ্ছিলেন কর্মীদের একাংশ। সেই সময় মিল কর্তৃপক্ষের মদতে ভাড়াটে গুণ্ডা দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

Updated By: Aug 16, 2012, 02:45 PM IST

রোলিং মিলে কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার লিলুয়া। ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিধায়ক সুলতান সিং। আজ সকালে ছাঁটাইয়ের প্রতিবাদ জানাচ্ছিলেন কর্মীদের একাংশ। সেই সময় মিল কর্তৃপক্ষের মদতে ভাড়াটে গুণ্ডা দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিকল্পনামাফিক শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক সুলতান সিং। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি ও মালিপাঁচঘড়া থানার পুলিস। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও, পুলিসের ভুমিকায় ক্ষুব্ধ বিধায়ক সুলতান সিং। তাঁর অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও পুলিস দেরিতে আসে। ঘটনার পর ওই রোলিং মিল ও বালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে দু-জায়গাতেই নামানো হয় র‌্যাফ।

.