ঝালমুড়িতে 'ঝাল' লেগেছে রাজ্যের, আসালসোলে নগরায়ন কর্মসূচিতে ডাক পেলেন না বাবুল সুপ্রিয়
আসানসোলে ঝালমুড়ি রাজনীতির রসভঙ্গ। কেন্দ্রীয় অনুদানে নগরায়ন কর্মসূচিতে ডাক পেলেন না আসালসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ঘটনাচক্রে রাজ্যকে ওই অনুদান পাইয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন খোদ আসানসোলের সাংসদই।
ওয়েব ডেস্ক: আসানসোলে ঝালমুড়ি রাজনীতির রসভঙ্গ। কেন্দ্রীয় অনুদানে নগরায়ন কর্মসূচিতে ডাক পেলেন না আসালসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ঘটনাচক্রে রাজ্যকে ওই অনুদান পাইয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন খোদ আসানসোলের সাংসদই। সম্প্রতি JNNURM প্রকল্পের আওতায় আসানসোলে ষাটটি বাস কেনার সিদ্ধান্ত হয়েছিল। এজন্য কেন্দ্রীয় বরাদ্দ জোগাড়ে তদ্বির করেছিলেন আসানসোলের সাংসদ বাবুর সুপ্রিয়। মূলত তাঁর অনুরোধেই সাড়ে ছয় কোটি টাকা মঞ্জুর করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাবুল সুপ্রিয়র দাবি, অনুদান মঞ্জুরের খবর তিনিই প্রথম ফোন করে পরিবহণ সচিবকে জানিয়েছিলেন। কিন্তু, আজ আসানসোলে থেকেও বাসের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পাননি এলাকার সাংসদ। রাজ্যের আচরণে হতাশ কেন্দ্রীয় মন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক গাড়িতে যাওয়া। ভিক্টোরিয়ায় ভেলপুরি খাওয়া। কোল ইন্ডিয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় আইনস্টাইনের তত্ত্বের অভিনব ব্যাখ্যা। বাবুল সুপ্রিয়'র ঝালমুড়ি রাজনীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু, মাখোমাখো ব্যাপারটা এগোনোর মুখেই ছন্দপতন। আসানসোলে কেন্দ্রীয় অনুদানের নগরায়ন প্রকল্পের উদ্বোধনে ডাক পেলেন না কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী।
কেন হতাশ বাবুল সুপ্রিয়? বিজেপি সাংসদের দাবি, JNNURM প্রকল্পের আওতায় আসানসোলে অত্যাধুনিক বাস নামাতে উদ্যোগী হয়েছিলেন তিনিই। তাঁর তদ্বিরেই নাকি, বাস প্রকল্পে সাড়ে ছয় কোটি টাকা মঞ্জুর করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রমাণ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর একটি চিঠিও প্রকাশ করেছেন বাবুল। কিন্তু, সেই বাস যখন পথে নামল, অনুষ্ঠানে ডাক পেলেন না স্থানীয় সাংসদ।