ডাক্তার নেই, বন্ধ গোটা প্রসূতি বিভাগ, ভোগান্তির শিকার রোগীরা

চিকিত্‍সক আসছেন না দুদিন ধরে। তাই বন্ধ হয়ে গেল আস্ত একটা প্রসূতি বিভাগ। এই ছবি রায়গঞ্জ জেলা হাসপাতালের।হাসপাতালের দোরগোড়া থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। শোকজ করা হয়েছে তিন চিকিত্‍সককে।

Updated By: Nov 1, 2015, 10:20 PM IST
ডাক্তার নেই, বন্ধ গোটা প্রসূতি বিভাগ, ভোগান্তির শিকার রোগীরা

ব্যুরো: চিকিত্‍সক আসছেন না দুদিন ধরে। তাই বন্ধ হয়ে গেল আস্ত একটা প্রসূতি বিভাগ। এই ছবি রায়গঞ্জ জেলা হাসপাতালের।হাসপাতালের দোরগোড়া থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। শোকজ করা হয়েছে তিন চিকিত্‍সককে।

কেউ প্রসব বেদনায় ছটফট করছেন। কারও আবার প্রসবের আটদিন পরও কাটা হয়নি সেলাই। নেই ন্যূনতম পরিষেবাটুকুও। গত দুদিন ধরে এটাই রায়গঞ্জ জেলা হাসপাতালের প্রসূতি বিভাগের চিত্র। কিন্তু কেন এমন দুরবস্থা প্রসূতি বিভাগের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগের? হাসপাতাল সুপারের অভিযোগ, বেসরকারি হাসপাতালে প্র্যাক্টিসের জন্য শরীর খারাপের অজুহাতে দুদিন ধরে হাসপাতালে আসছেন না তিন চিকিত্‍সক। আর তার জেরেই এই অবস্থা।

চিকিত্‍সক না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের পরিবার।

গোটা বিষয়টি জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরে। ইতিমধ্যেই শোকজ নোটিস ধরানো হয়েছে অভিযুক্ত তিন চিকিত্‍সককে। প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালের পরিকাঠামোর আর কবে উন্নতি হবে?

.