বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বাদাম চাষে

বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চিনে বাদাম চাষে। বিপাকে পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার বাদাম চাষিরা। প্রায় আট হাজার হেক্টর জমি জলের তলায়। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও মিলছে না প্রশাসনিক সহযোগিতা।

Updated By: Feb 23, 2014, 12:52 PM IST

বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চিনে বাদাম চাষে। বিপাকে পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার বাদাম চাষিরা। প্রায় আট হাজার হেক্টর জমি জলের তলায়। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও মিলছে না প্রশাসনিক সহযোগিতা।

ফেব্রুয়ারির মাঝামাঝি অকাল বৃষ্টিতে সমস্যায় পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার বাদাম চাষিরা। বৃষ্টির জলে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকার বাদাম গাছ। ফলে যে সব চাষি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

এগরা মহকুমায় এবার মোট আট হাজার হেক্টর জমিতে চাষ করেছিলেন চাষিরা। বৃষ্টির ফলে পুরো জমির ফসলই নষ্টের মুখে। চাষিদের অভিযোগ, কৃষি দফতরের কাছ থেকেও মিলছে না সহায়তা। যদিও এগরা মহকুমার সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন ক্ষতির পরিমাণ কমাতে চাষিদের বিকল্প চাষের পরামর্শ দেওয়া হয়েছে।

লোকসানের হাত থেকে বাঁচতে জমি থেকে জল বের করার কাজে হাত লাগিয়েছেন চাষিরাই। কিন্তু তাতেও কতটুকু বাঁচবে বাদাম গাছ সেনিয়েই চরম দুশ্চিন্তায় তাঁরা। প্রশাসনের কাছে চাষিদের আর্জি, লোকসানের হাত থেকে বাঁচাতে অন্তত ব্যাঙ্ক ঋণ মুকুবের ব্যবস্থা করুক সরকার।

.