সরকারি হাসপাতালে মায়ের দুধ পেল না সদ্যোজাত

ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ। এবার কাঠগড়ায় বহরমপুর মাতৃসদন। বুধবার সন্ধেয় কান্দি মহকুমা হাসপাতালে সন্তানের জন্ম দেন সুষমা নন্দী নামে জনৈকা। এর পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর মাতৃসদনে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিত্‍সকরা।

Updated By: Apr 5, 2012, 09:17 AM IST

ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ। এবার কাঠগড়ায় বহরমপুর মাতৃসদন। বুধবার সন্ধেয় কান্দি মহকুমা হাসপাতালে সন্তানের জন্ম দেন সুষমা নন্দী নামে জনৈকা। এর পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর মাতৃসদনে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিত্‍সকরা।
অভিযোগ, মাতৃসদন কর্তৃপক্ষ অসুস্থ প্রসূতিকে ভর্তি নিলেও সদ্যোজাত সন্তানকে হাসপাতালে জায়গা দেয়নি। শিশুটিকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন বাড়ির লোকেরা। এমনকী, খাওয়ানোর জন্যও সদ্যোজাত শিশুটিকে তার মার কাছে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ।

.