বহরমপুরের মাটিতে দলীয় কোন্দল রয়েছে, প্রচারেই টের পেলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন

দলের অস্বস্তি বাড়িয়ে বহরমপুরে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। গতকাল কর্মিসভায় এই দ্বন্দ্বের কথা কবুল করেন তিনি। ইন্দ্রনীল সেন বলেন, দলের নেতারা একক ভাবে ভাল হলেও তাঁদের মধ্যে পারস্পরিক বিবাদ রয়েছে। একই সঙ্গে দলের বেশ কিছু নেতা-কর্মীর সঙ্গে কংগ্রেসের আঁতাতের অভিযোগও করেছেন তিনি।গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন জেলার দাপুটে নেতা হুমায়ুন কবীরও।

Updated By: Mar 29, 2014, 04:46 PM IST

দলের অস্বস্তি বাড়িয়ে বহরমপুরে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। গতকাল কর্মিসভায় এই দ্বন্দ্বের কথা কবুল করেন তিনি। ইন্দ্রনীল সেন বলেন, দলের নেতারা একক ভাবে ভাল হলেও তাঁদের মধ্যে পারস্পরিক বিবাদ রয়েছে। একই সঙ্গে দলের বেশ কিছু নেতা-কর্মীর সঙ্গে কংগ্রেসের আঁতাতের অভিযোগও করেছেন তিনি।গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন জেলার দাপুটে নেতা হুমায়ুন কবীরও।

বুধবার বহরমপুরের সিরাজবাগে তৃণমূলের কর্মিসভায় প্রকাশ্যেই বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন হুমায়ুন কবীর ও জ্যোতস্না সেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় খোদ তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনকে।

গান গেয়ে তখনকার মতো পরিস্থিতি সামাল দিলেও, গোষ্ঠী কোন্দল যে দলের অন্দরে বড় সমস্যা একদিন বাদেই শুক্রবার কর্মী সভায় তা স্বীকার করে নিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন।

শাসকদলের একাংশের দাবি, গায়ক প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারেননি জেলার দাপুটে তৃণমূল নেতা হুমায়ুন কবীরও। তা নিয়েও রয়েছে শিবির বিভাজন। গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবীরও।

এর আগে বালুরঘাটে অর্পিতা ঘোষের প্রচারসভাতেও প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব। ভাঙড়ে তৃণমূল প্রার্থী সৌগত বসুর মিছিলের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে আরাবুল ও কাইজার গোষ্ঠী। ভোটের মুখে একের পর এক দলের অন্দরের বিবাদ প্রকাশ্যে চলে আসায় এমনিতেই বিব্রত তৃণমূল। তারমধ্যে প্রার্থীর মুখেই গোষ্ঠীদ্বন্দ্বের এহেন স্বীকারোক্তি দলের বিড়ম্বনা যে আরও বাড়িয়ে দিল তাতে কোনও সন্দেহ নেই।

.