বালুরঘাটে অর্পিতাকে প্রার্থী করায় তৃণমূলের অন্দরে `বহিরাগত` তরজা

বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ। বহিরাগত প্রার্থী নিয়ে তৃণমূলের নিচু তলায় ক্ষোভ রয়েছে। তবে নাটক আর সংস্কৃতিক ঐতিহ্যের শহরে অনেকেই আবার স্বাগত জানাচ্ছেন বিশিষ্ট এই নাট্যকর্মীকে।কলকাতার বাইরে গ্রুপ থিয়েটারের কথা উঠলেই চলে আসে বালুরঘাটের নাম। এবারে সেই শহরেই কলকাতার বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল।

Updated By: Mar 7, 2014, 12:11 PM IST

বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ। বহিরাগত প্রার্থী নিয়ে তৃণমূলের নিচু তলায় ক্ষোভ রয়েছে। তবে নাটক আর সংস্কৃতিক ঐতিহ্যের শহরে অনেকেই আবার স্বাগত জানাচ্ছেন বিশিষ্ট এই নাট্যকর্মীকে।কলকাতার বাইরে গ্রুপ থিয়েটারের কথা উঠলেই চলে আসে বালুরঘাটের নাম। এবারে সেই শহরেই কলকাতার বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল।

নাটক-প্রিয় বালুরঘাট অর্পিতাকে স্বাগত জানালেও বহিরাগত তৃণমূল প্রার্থী এলাকার সমস্যা সমাধানে কতটা উদ্যোগী হবেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বহিরাগত ইস্যু ভোটে প্রভাব ফেলবে বলে মনে করছে বামেরাও।

কলকাতার নাট্যকর্মীকে প্রার্থী করা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে । তবে সেই সমস্যা মিটে যাবে বলেই মনে করছে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। তাই পছন্দ অপছন্দের ক্ষোভ ভুলে আপাতত অর্পিতা ঘোষকে নিয়েই ভোট যুদ্ধে নামতে তৈরি হচ্ছে বালুরঘাটের তৃণমূলকর্মীরা।

.