বালিতে বুথে বুথে দেদার ছাপ্পা, ক্যামেরা সামনে আসতেই দৌড়ে পালাল নকল ভোটার

Updated By: Oct 3, 2015, 11:04 AM IST
বালিতে বুথে বুথে দেদার ছাপ্পা, ক্যামেরা সামনে আসতেই দৌড়ে পালাল নকল ভোটার

ওয়েব ডেস্ক: বালিতে আসল ভোটারদের বুথ থেকে বের করে দিয়ে ভোট দিচ্ছে নকল ভোটার। ছাপ্পা ভোটেরও অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

বালিতে মাথা ফাটল কংগ্রেস কর্মীর।  একষট্টি নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সঞ্জীব বনশলের মাথা ফাটে।  অভিযোগ, একষট্টি  নম্বর ওয়ার্ডের আট নম্বর বুথে কংগ্রেস প্রার্থী পৌছলে তাঁকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।  এরপর ওই একই ওয়ার্ডের নয় নম্বর বুথে গেলে সঞ্জীব বনশলকে রাস্তায় ফেলে মারধর করা হয়।  পুরো ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ গোটা ঘটনার সময়ে কার্যত দর্শকের ভূমিকায় ছিল পুলিস।

ছাপ্পা ভোটের খবর এসেছে হাওড়া থেকেও। বিরোধীদের অভিযোগ, লিলুয়ার খেমকা স্কুলে দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন তৃণমূল এজেন্ট। সেই ছবি ধরা পড়েছে চব্বিশ ঘণ্টার ক্যামেরায়।

হাওড়া কর্পোরেশনে জুড়ে যাওয়ার পর প্রথম ভোটে বালি। আজ ভোট বালির ষোলটি ওয়ার্ডে। গত লোকসভা ভোট বলছে দাপট রয়েছে ঘাসফুলের। ইতিমধ্যে সামনে এসেছে বালি পুরসভার ইঞ্জিনিয়রের বাড়ি থেকে ঘুষের কোটি কোটি  উদ্ধারের ঘটনা। এটা কি বামেদের পথে কাঁটা হয়ে দাঁড়াবে? উত্তরটা মিলবে আগামী বুধবার।

.