পাহাড় ফের বন্‌ধের পথে, রাজ্যের সঙ্গে সংঘাতে মোর্চা

রাজ্য সরকারের সঙ্গে ফের সংঘাতের রাস্তায় গোর্খা জনমুক্তি মোর্চা। আগামী ১০ এপ্রিল পাহাড়ে বনধ ডাকল তারা। মোর্চার অভিযোগ, GTA এলাকার ৪৭টি স্কুলে লেপচা প্যারাটিচার নিয়োগের ইন্টারভিউ নিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক। এ বিষয়ে GTA-কে অন্ধকারে রাখা হয়েছিল।

Updated By: Mar 24, 2015, 10:02 PM IST

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের সঙ্গে ফের সংঘাতের রাস্তায় গোর্খা জনমুক্তি মোর্চা। আগামী ১০ এপ্রিল পাহাড়ে বনধ ডাকল তারা। মোর্চার অভিযোগ, GTA এলাকার ৪৭টি স্কুলে লেপচা প্যারাটিচার নিয়োগের ইন্টারভিউ নিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক। এ বিষয়ে GTA-কে অন্ধকারে রাখা হয়েছিল।

একাধিক দফতর হস্তান্তর নিয়ে রাজ্য সরকার গড়িমসি করছে বলে আগেই অভিযোগ করেছিল মোর্চা। এ বার তাদের অভিযোগ, শিক্ষা দফতর GTA-কে হস্তান্তর করা হলেও পাহাড়ে দফতরের কাজে নাক গলাচ্ছে রাজ্য। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বনধ-অবরোধের রাস্তা থেকে সরে আসার কথা জানিয়েছিলেন মোর্চা নেতারা। যদিও, পাহাড়ে বনধ ডেকে ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে তাঁরা।  

.