শাক্ত নয়, নৈহাটির কালীপুজো মানেই বৈষ্ণব মতে বড়মা-র পুজো

Updated By: Oct 22, 2014, 08:47 PM IST
শাক্ত নয়, নৈহাটির কালীপুজো মানেই বৈষ্ণব মতে বড়মা-র পুজো

নৈহাটির কালীপুজো মানেই বড়মা-র পুজো। এই পুজো দিয়েই শুরু হয় এলাকার যাবতীয় পুজো। বিসর্জনেও প্রথম বড়মা। প্রায় দেড় কোটি টাকার গয়না থাকে প্রতিমার গায়ে। তাই নিরাপত্তা দিতে হিমসিম খেতে হয় পুলিস প্রশাসনকে।

চুরাশি বছর আগের কথা। নবদ্বীপের রাশ উত্সবে গিয়েছিলেন নৈহাটির বাসিন্দা ভবতোষ চক্রবর্তী। সেখানে বিশাল প্রতিমা দেখে ফিরে এসেই ঠিক করেন কালীপুজো করবেন। তবে, কালীরূপে নয়, এখানে পূজিতা হন বড়মা রূপে। এই প্রতিমার উচ্চতা হয় ১৮ হাত। সব থেকে বড় কথা নৈহাটির কোনও প্রতিমার উচ্চতাই এর থেকে বেশি হয় না। আর বড়মার পুজো শুরু হলে তারপরই অন্য পুজো শুরু হয়। বিসর্জনের ক্ষেত্রেও একই নিয়ম। বড়মার পুজো হয় বৈষ্ণব মতে।

এখানেই শেষ নয়। পুজোর সময় প্রতিমার গায়ে ওঠে প্রায় দেড় কোটি টাকার গয়না। ফলে নিরাপত্তা দিতে কার্যত হিমসিম খেতে হয় পুলিস প্রশাসনকে। নৈহাটির প্রায় সব প্রতিমাই বসানো হয় ট্রলির ওপর। বিসর্জনের সময় ট্রলি টেনে নিয়ে যাওয়া হয়।

 

.