বারুইপাড়া স্টেশনে রেল অবরোধ, আটকে রয়েছে একাধিক ট্রেন

বারুইপাড়া-হাওড়া লোকালকে গুড়াপ-হাওড়া লোকাল করে দেওয়ার প্রতিবাদে হুগলির বারুইপাড়া স্টেশনে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে অবরোধের জেরে ব্যাহত বর্ধমান-হাওড়া কর্ড লাইনের ট্রেন চলাচল।

Updated By: Feb 20, 2012, 12:44 PM IST

বারুইপাড়া-হাওড়া লোকালকে গুড়াপ-হাওড়া লোকাল করে দেওয়ার প্রতিবাদে হুগলির বারুইপাড়া স্টেশনে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে অবরোধের জেরে ব্যাহত বর্ধমান-হাওড়া কর্ড লাইনের ট্রেন চলাচল।
লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন। বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনচালক ও গার্ডকে নামিয়ে দেন এবং স্টেশনের বুকিং অফিসেও ভাঙচুর চালান। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী জানিয়েছেন, অবরোধের জন্য আটকে রয়েছে অগ্নিবীণা এক্সপ্রেস, অমৃতসর মেল, কয়েকটি লোকাল ট্রেন-সহ ৬টি ট্রেন। আপ ও ডাউন-- দুটি লাইনেই অবরোধের জেরে সপ্তাহের ব্যস্ত দিনে চুড়ান্ত নাকাল হন যাত্রীরা।
বিকেল চারটে নাগাদ লাঠি চালিয়ে অবরোধ তোলে পুলিস।

.