জাতীয় স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বেসুকে

BESU gets national affiliation. it is the first university which gets IECT affiliation,.

Updated By: Dec 18, 2013, 06:04 PM IST

জাতীয় স্তরের স্বীকৃতি পেল রাজ্যের আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উত্কর্ষতা বাড়াতে সংসদে বিল পাস করল কেন্দ্র। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনলজি বিল পাসের মাধ্যমে বেসুতে আইআইইসিটি জোন তৈরি হবে। লোকপাল বিল পেশের পরই তেলেঙ্গানা ইস্যুতে হৈ হট্টগোলের মধ্যে পাস হয়ে যায় এই বিল।

জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হওয়ার পদক্ষেপে খুশি বেসু কর্তৃপক্ষ। কেন্দ্রকে এ জন্য ধন্যবাদ জানিয়েছেন বেসুর রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বেসুকে জাতীয় স্তরে উন্নীত করার প্রক্রিয়া চালু হয়েছে। আজ লোকসভায় আই আইইসিটি বিল পাস হওয়ায় খুশি প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী।

.