বাহিনী-বা হা না
কেন্দ্রিয় বাহিনী কম, বাইক বাহিনী বেশি। এমনই দেখা গেল জঙ্গলমহলে ভোটের সময়। দলীয় পতাকা নিয়ে বুথে বুথে দায়িত্ব নিয়ে টহল দিল তারা।
কেন্দ্রিয় বাহিনী কম, বাইক বাহিনী বেশি। এমনই দেখা গেল জঙ্গলমহলে ভোটের সময়। দলীয় পতাকা নিয়ে বুথে বুথে দায়িত্ব নিয়ে টহল দিল তারা। প্রিসাইডিং অফিসার থেকে ভোটদাতাদেরকে প্রত্যক্ষ চোখরাঙানি, বুথ দখল কিছুই বাদ গেল না। সুপ্রিম কোর্টের রায় ছিল বাইক বাহিনী নিয়ে দলীয় কোনও কাজ করা যাবে না। এই আদেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে স্বয়ং পঞ্চায়েতমন্ত্রী বলেন, বাইকও থাকবে আবার নিষেধাজ্ঞাও থাকবে। এই করতে করতে ভোট শেষ হয়ে যাবে।
ভোট তো শেষ হবেই। কিন্তু থেকে যাবে অনেক প্রশ্ন। রাজ্য সরকার কী পারে এমন উদাসীন মন্তব্য করতে। রাজ্য সরকার কী পারে এইভাবে গণতন্ত্রেকে অবমাননা করতে। আপনি কি মনে করেছেন। জানান আপনার মূল্যবান মতামত।