মুখ্যমন্ত্রীর সফরের কয়েক ঘণ্টা আগে বারাকপুরে বিস্ফোরণ
মুখ্যমন্ত্রীর সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে বারাকপুরে কৌটা বোমা বিস্ফোরণ। হাত উড়ে গেল এক ঠিকা শ্রমিকের। আহত আরও এক। আজ সকালে মোহনপুরে দিশারি ক্লাবের সামনে স্টোনচিপ তুলতে যান ওই দুই ঠিকা শ্রমিক। সে সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ঠিকা শ্রমিকদের বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে তাঁর থাকার কথা বারাকপুরে। এর মধ্যে কৌটা বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো উদ্বেগে পুলিস প্রশাসন।
ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে বারাকপুরে কৌটা বোমা বিস্ফোরণ। হাত উড়ে গেল এক ঠিকা শ্রমিকের। আহত আরও এক। আজ সকালে মোহনপুরে দিশারি ক্লাবের সামনে স্টোনচিপ তুলতে যান ওই দুই ঠিকা শ্রমিক। সে সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ঠিকা শ্রমিকদের বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে তাঁর থাকার কথা বারাকপুরে। এর মধ্যে কৌটা বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো উদ্বেগে পুলিস প্রশাসন।
এদিকে, মালদার গাজোলে বোমা বিস্ফোরণে জখম হলেন একজন। আজ সকালে গাজোল-আলাল সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেই ব্যাগটি খোলার চেষ্টা করতেই বিস্ফোরণে জখম হল স্থানীয় বাসিন্দা নৃপেন ভগত।
অন্যদিকে, ফের উত্তেজনা ছড়াল বীরভূমের যাদবপুরে। গতকাল তৃণমূল কর্মী মহম্মদ সিদ্দিকুল্লাহর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। আগুন ধরিয়ে দেয় মহম্মদ সিদ্দিকুল্লাহর বাড়িতে। আজ দুষ্কৃতীরা হামলা চালায় তৃণমূল নেতা শেখ সফিকুলের বাড়িতে। আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁর বাড়িতে। আগুনে ভস্মীভূত বাড়ির অধিকাংশ জিনিসপত্র। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিস।