নিমেষে বদলে গেল শহরটা, এখন শুধুই ভারি বুটের শব্দ আর...

চেনা শহরটা হঠাত্‍ই যেন হয়ে উঠেছে অচেনা। আপাত শান্ত বর্ধমানে  বহুদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা, একথা ভেবেই শিউরে উঠছেন  শহরের বাসিন্দারা।  নিশ্চিন্ত মনে ঘুরেফিরে বেড়ানোর সেই মনোভাবটাই উধাও। জঙ্গি ডেরা, বিস্ফোরণ, এনআইএ, এনএসজি, পুলিস কুকুর, তল্লাসি, অচেনা সব শব্দ   গোটা শহর জুড়ে ফিরছে লোকের  মুখে মুখে।  আর এতেই চেপে বসছে আতঙ্ক।

Updated By: Oct 18, 2014, 12:34 PM IST
নিমেষে বদলে গেল শহরটা, এখন শুধুই ভারি বুটের শব্দ আর...

বর্ধমান: চেনা শহরটা হঠাত্‍ই যেন হয়ে উঠেছে অচেনা। আপাত শান্ত বর্ধমানে  বহুদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা, একথা ভেবেই শিউরে উঠছেন  শহরের বাসিন্দারা।  নিশ্চিন্ত মনে ঘুরেফিরে বেড়ানোর সেই মনোভাবটাই উধাও। জঙ্গি ডেরা, বিস্ফোরণ, এনআইএ, এনএসজি, পুলিস কুকুর, তল্লাসি, অচেনা সব শব্দ   গোটা শহর জুড়ে ফিরছে লোকের  মুখে মুখে।  আর এতেই চেপে বসছে আতঙ্ক।

বিশ্ববিদ্যালয়, উত্তপ্ত রাজনৈতিক বাদানুবাদ, মিটিং-মিছিল। কার্জন গেটের জমজমাট বাজার, সর্বমঙ্গলা মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, অথবা সুযোগ পেলে স্বাদ নেওয়া গরম মিহিদানা, সীতাভোগের।  খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের পর থেকে হঠাত্‍ উধাও বর্ধমান শহরের সেই চেনা ছবিটা।  এখন প্রতিদিনই জঙ্গি ডেরা আর বিস্ফোরকের খোঁজ তল্লাসি চালাচ্ছে সিআইডি, এনআইএ, এনএসজি। শহরের আনাচে কানাচে তত্‍পর গোয়েন্দারা। চেনা পাড়াতেই লুকিয়ে নেই তো জঙ্গিরা? আশঙ্কা আর উদ্বেগের আবহে এ যেন এক অচেনা বর্ধমান।

পাশের বাড়ির লোকটাও জানতে পারেননি, তাঁর প্রতিবেশীর বাড়িতে ডেরা তৈরি করেছে জঙ্গিরা। মজুত করেছে বিস্ফোরক। জাল ছড়াচ্ছে সন্ত্রাসের। নানা জেলা থেকে আনাগোনা চলছে অচেনা সন্দেহভাজনদের। বিস্ফোরক পাচার হচ্ছে এমনকি সীমান্ত পেরিয়েও। ভাবলেই শিউরে উঠছেন অনেকেই।

শহর থেকে  স্বস্তির সেই চেনা  মেজাজটাই উধাও।  এতকাল ধরে চেনা পরিবেশও কেমন যেন অচেনা হয়ে উঠেছে। তাহলে কি বিশ্বাসের জমিতে কোথাও চিড় ধরাচ্ছে  সন্দেহ?  

 

.