ঝাড়গ্রামে ভ্যাট থেকে উদ্ধার শিশুর দেহ

ভ্যাট থেকে এক শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। রবীন্দ্রপার্কের ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন ভ্যাটে প্লাস্টিকে মোড়া দেহটি দেখতে পান সাফাইকর্মীরা।

Updated By: Jul 16, 2015, 02:04 PM IST

ওয়েব ডেস্ক: ভ্যাট থেকে এক শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। রবীন্দ্রপার্কের ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন ভ্যাটে প্লাস্টিকে মোড়া দেহটি দেখতে পান সাফাইকর্মীরা।

তবে দেহ উদ্ধারের ব্যবস্থা না করে ঝাড়গ্রামের স্থানীয় বাজারে খবর দিয়েই দায় সারেন সাফাই কর্মীরা। এবং ফের নিজেদের কাজে মন দেন। পরে সংবাদমাধ্যমের উদ্যোগে শিশুর দেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়। স্থানীয় থানার পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। কে বা কারা শিশুটিকে ফেলে গিয়েছে তা জানতে শুরু হয়েছে খোঁজখবর। পুলিস জানিয়েছে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

.