দুর্গাপ্রতিমার বিসর্জনের আগে মোষের লড়াই পুরুলিয়ায়!

দুর্গাপ্রতিমার বিসর্জনের আগে মোষের লড়াই। পুরুলিয়ার আনাই জামবাদ গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি। পুজোর পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে এই মোষের লড়াই-ই। দশমীর পরের দিন কাড়া বা মোষের লড়াই। তারপর মোরগের লড়াই। আর সবশেষে বিসর্জন।

Updated By: Oct 12, 2016, 04:23 PM IST
দুর্গাপ্রতিমার বিসর্জনের আগে মোষের লড়াই পুরুলিয়ায়!

ওয়েব ডেস্ক: দুর্গাপ্রতিমার বিসর্জনের আগে মোষের লড়াই। পুরুলিয়ার আনাই জামবাদ গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি। পুজোর পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে এই মোষের লড়াই-ই। দশমীর পরের দিন কাড়া বা মোষের লড়াই। তারপর মোরগের লড়াই। আর সবশেষে বিসর্জন।

সরে দাঁড়া লো সরে দাঁড়া।

আসছে আমার কানা কাড়া।

লাল মাটির পুরুলিয়াজুড়ে যেন এই সুর। বিসর্জনের আগে মোষের লড়াইয়ে জমজমাট পুরুলিয়া।

আরও পড়ুন আতঙ্কের নাম যখন ঘুড়ি

সবে শেষ হয়েছে শারোদত্‍‍সব। দেবী দুর্গার অসুর দলনী রূপ সবসময়েই তাজা আম বাঙালির মনে। আর মোষের ভিতরেই লুকিয়ে ছিল মহিষাসুর। হয়তো বা সেই উপমাতেই মোষের লড়াইয়ের সূচনা পুরুলিয়ায়।

প্রতিযোগিতার আয়োজন হয় আনাই জামবাদ গ্রামে। কিন্তু দূর দূরান্ত থেকে আসে কাড়া। সারাবছর মালিকেরা তাদের যে যত্নআত্তি করেন তার অনেকটাই নাকি এই দিনটার জন্যই। এ মোষ মালিকদের প্রেস্টিজ ফাইট। মান সম্মান সবেরই যে ভরসা ওরাই।

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল

কিন্তু প্রশাসনিক অনুমতি? অনুমতি নেই ঠিকই। তবে অনেক দিন ধরে চলে আসা এই প্রথা নাকি চলে সর্বসম্মতভাবেই।

.