যখন তখন ভেঙ্গে পরার আশঙ্কা নিয়েই ঝুকির পারাপার কৃষক সেতুতে
বর্ধমানের সঙ্গে হুগলি-বাঁকুড়া আর মেদিনীপুরের সংযোগকারী কৃষক সেতুর বেহাল অবস্থা। সেতুর মাঝখানে পাত খুলে গিয়েছে। বিপজ্জনক অবস্থায় চলছে গাড়ি। বেহাল সেতুতে মাঝে মধ্যেই হচ্ছে তীব্র যানজট। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
ওয়েব ডেস্ক:বর্ধমানের সঙ্গে হুগলি-বাঁকুড়া আর মেদিনীপুরের সংযোগকারী কৃষক সেতুর বেহাল অবস্থা। সেতুর মাঝখানে পাত খুলে গিয়েছে। বিপজ্জনক অবস্থায় চলছে গাড়ি। বেহাল সেতুতে মাঝে মধ্যেই হচ্ছে তীব্র যানজট। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
১৯৭৭ সালে উদ্বোধন হয় কৃষক সেতুর। এরপর থেকে হুগলি বাঁকুড়া আর মেদিনীপুরের সঙ্গে বর্ধমানের গুরুত্বপূর্ণ সংযোগকারী এই সেতু। প্রতিদিনই চলে হাজার হাজার গাড়ি। বিগত বছরগুলিতে ক্রমশই বেহাল হয়েছে সেতুটি। কিছুদিন আগেই সেতুর মাঝে লোহার পাত খুলে গিয়েছে। তাই সেতু দিয়ে এখন বিপজ্জনকভাবেই চলছে গাড়ি।
প্রশাসন কবে ব্যবস্থা নেয়, তার দিকেই তাকিয়ে বাসিন্দারা।