ভোটের মুখেই বন্ধ হল ভদ্রেশ্বরের ডেলিফ লিমিটেড কারখানা

ভোটের মুখেই বন্ধ হল ভদ্রেশ্বরের ডেলিফ লিমিটেড কারখানা

Updated By: Apr 10, 2014, 07:34 PM IST

ভোটের মুখেই বন্ধ হয়ে গেল হুগলির ভদ্রেশ্বরের ডেলিফ ইন্ডিয়া লিমিটেড কারখানা। আজ সকালে কারখানার কর্মীরা এসে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখেন। কর্মীদের অভিযোগ, গত ছয় মাস ধরেই বেতন মিলছে না। বেতনের দাবিতে চলছিল আন্দোলন।

আজ কারখানা বন্ধের নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। কারখানার সামনেই শুরু হয় বিক্ষোভ। কারখানা বন্ধের জেরে কর্মহীন হয়ে পড়লেন ১২০ জন স্থায়ী কর্মী। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। কারখানা খোলার দাবিতে কর্মীদের পাশেই দাঁড়িয়েছে ডান, বাম দুই শ্রমিক সংগঠনই।

কারখানা বন্ধ হওয়ায় এলাকা জুড়ে ক্ষোভ আর হতাশা।

.