টিকিট দেয়নি দল, তাই নির্দল প্রার্থী হিসেবে একসঙ্গে ২ ওয়ার্ডে দাঁড়ালেন বাসুদেব দাস

Updated By: Apr 23, 2015, 08:37 PM IST

দল টিকিট দেয়নি তাতে কী?  নির্দল হয়ে দু দুটি ওয়ার্ডে ভোটে দাঁড়িয়ে পড়েছেন সোনামুখীর বাসুদেব দাস। অন্য প্রার্থীরা যখন  একটি ওয়ার্ডে জেতা নিয়েই চিন্তায়, তখন দুটি ওয়ার্ডেই জেতার বিষয়ে কনফিডেন্ট বাসুদেব।সোনামুখী পুরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রার্থী বাসুদেব দাস।

তিনিই আবার পনের নম্বর ওয়ার্ডেও ভোটে দাঁড়িয়েছেন। এখানেও প্রতীক সেই মই। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?  এলাকার লোক এত দিন বাসুদেব দাসকে তৃণমূলে কর্মী হিসেবেই চিনতেন।  ২০০৫-এ কাউন্সিলর হন তৃণমূলের টিকিটে। গত ভোটেও  মিলেছিল টিকিট। এবার আর প্রার্থী  করেনি দল। কুছ পরোয়া নেহি! নিজেই নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে।

বাসুদেববাবুর দাবি, মানুষ তাঁকেই চায়। তাই দুই ওয়ার্ডেই প্রার্থী হয়েছেন। সকালে বারো নম্বর ওয়ার্ডে তো বিকেলে পনের নম্বর ওয়ার্ডে  মানুষের দরবারে। দল মনে রাখেনিতো কী , বাসুদেববাবুর দাবি দুই ওয়ার্ডেই তিনি জিতবেন।

 

.