মোর্চার উপর চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী, লেপচাদের দাবি মেনে পাহাড়ে আদিবাসীদের জন্য হচ্ছে পৃথক দফতর

বিমল গুরুংদের ওপর চাপের রাজনীতি বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেপচাদের দাবি মেনে পাহাড় থেকে ফেরার দুই সপ্তাহের মধ্যে আদিবাসীদের জন্য পৃথক দফতর গঠনের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পৃথক আদিবাসী দফতর তৈরির কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের আন্দোলন ভাঙতে ডিভাইড অ্যান্ড রুল নীতি আগেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধের মধ্যেই গিয়েছিলেন পাহাড়ে। লেপচাদের ডাকে পাহাড়ে গিয়ে চাপে ফেলেছিলেন গুরুংদের। এবার চাপের রাজনীতিতে আরও একধাপ এগোলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Sep 20, 2013, 08:01 PM IST

বিমল গুরুংদের ওপর চাপের রাজনীতি বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেপচাদের দাবি মেনে পাহাড় থেকে ফেরার দুই সপ্তাহের মধ্যে আদিবাসীদের জন্য পৃথক দফতর গঠনের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পৃথক আদিবাসী দফতর তৈরির কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের আন্দোলন ভাঙতে ডিভাইড অ্যান্ড রুল নীতি আগেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধের মধ্যেই গিয়েছিলেন পাহাড়ে। লেপচাদের ডাকে পাহাড়ে গিয়ে চাপে ফেলেছিলেন গুরুংদের। এবার চাপের রাজনীতিতে আরও একধাপ এগোলেন মুখ্যমন্ত্রী।
পাহাড় থেকে ফেরার দুই সপ্তাহের মধ্যে লেপচাদের দাবি মেনে  রাজ্যে আদিবাসীদের জন্য পৃথক দফতর গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী। সাতাশে সেপ্টেম্বর আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রিসভা গড়ার সিদ্ধান্তে সিলমোহর দেবে রাজ্য মন্ত্রিসভা।  নতুন দফতর গড়ার  চূড়ান্ত খসড়া তৈরি  হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরই  তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসী উন্নয়নের বিষয়টি দেখভাল করত। আদিবাসী উন্নয়নে বাড়তি গুরুত্ব দিতে এবার তৈরি হচ্ছে পৃথক আদিবাসী দফতর। এবং আগে একাধিকবার আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পৃথক দফতরের দাবি করেছেন। দুই থেকে চার সেপ্টেম্বর পাহাড়ে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে লেপচা নেতৃত্বও তাঁর কাছে পৃথক আদিবাসী দফতর তৈরির আর্জি জানান।
আদিবাসী দফতর তৈরির  খসড়ায় বলা হয়েছে আদিবাসী উন্নয়ন, পৃথক তহবিল গঠন, আদিবাসী জমির পুনরুদ্ধার, বন অধিকারের জন্য আইন, আদিবাসীদের জন্য পদ সংরক্ষণ, আদিবাসীদের চিহ্ণিতকরণ, আদিবাসীদের উপর অত্যাচার বনধে আইনসহ একাধিক সিদ্ধান্ত নেবে নতুন দফতর।
২৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য মুখ্যসচিব সঞ্জয় মিত্র নির্দেশিকা জারি করে পৃথক দফতরের ঘোষণা করবেন। মন্ত্রিসভার ওই বৈঠকে একহাজার জন লেপচাবাসীর জন্য গৃহ নির্মাণের খাতে কুড়ি কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হবে।
 

.