বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় মাথা ফাটিয়ে দেওয়া হল কলেজ ছাত্রের
প্রতিবাদ করলে মার খেতেই হবে। এটাই ক্রমশ দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। এবার বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল কলেজ ছাত্রের। উত্তর ২৪ পরগনার খড়দার ঘটনা। বিষ্ণু পাণ্ডে এবং বাবলু সাউ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: প্রতিবাদ করলে মার খেতেই হবে। এটাই ক্রমশ দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। এবার বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল কলেজ ছাত্রের। উত্তর ২৪ পরগনার খড়দার ঘটনা। বিষ্ণু পাণ্ডে এবং বাবলু সাউ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।
খড়দার ঘিঞ্জি গলিতেই চলছিল বেপরোয়া বাইকের তাণ্ডব। প্রতিবাদ করাতেই জুটল মার। গোষ্ঠ মন্দির এলাকায় কাউন্সিলর প্রীতি সিংয়ের বাড়ি। সেখানেই সার্টিফিকেট নিতে আনতে গিয়েছিলেন কলেজ ছাত্র বিবেক সিং। অভিযোগ, কয়েকজন মদ্যপ যুবক দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল ওই রাস্তায়।
মন্দির সামনের রাস্তায় ছোটরা খেলা করে। প্রতিবাদ করেন সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র বিবেক। অভিযোগ, এর পরেই তার উপর চড়াও হয় ওই যুবকরা। অভিযোগ বল্লে সিং নামে স্থানীয় এক যুবক ও তার দলবলের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, এমন দৌরাত্ম্য তাদের মাঝে মধ্যেই সহ্য করতে হয়। চার জনের বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত ছাত্র।