বিশ্বভারতীর উপাসনাগৃহে শুটিং ঘিরে বিতর্ক

বিশ্বভারতীতে শুটিং বিতর্ক। প্রথা ভেঙে ছুটির দিনে উপাসনাগৃহে শুটিং করতে দেওয়ায় বিশ্বভারতী কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ আশ্রমিকরা। বৃহস্পতিবার বিশ্বভারতীর উপাসনা গৃহে শুটিং হয় শিবপ্রসাদ-নন্দিতার ছবি পোস্ত-র একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের।

Updated By: Dec 10, 2016, 11:20 PM IST
বিশ্বভারতীর উপাসনাগৃহে শুটিং ঘিরে বিতর্ক

ওয়েব ডেস্ক: বিশ্বভারতীতে শুটিং বিতর্ক। প্রথা ভেঙে ছুটির দিনে উপাসনাগৃহে শুটিং করতে দেওয়ায় বিশ্বভারতী কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ আশ্রমিকরা। বৃহস্পতিবার বিশ্বভারতীর উপাসনা গৃহে শুটিং হয় শিবপ্রসাদ-নন্দিতার ছবি পোস্ত-র একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের।

আরও পড়ুন- বাদশাহী শাহরুখ

নিয়ম মেনে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছ থেকে  অনুমোদন নিয়েই শুটিং করেছেন পরিচালক। তাতেই বেজায় চটেছেন আশ্রমিকরা। তাঁদের মতে, বিশ্বভারতীর ঐতিহ্যে আঘাত দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। তাঁরা রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে চিঠি লিখে তাঁদের আপত্তির কথা জানান। আপাতত, বিশ্বভারতীতে সব শুটিংই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল। ফলে, কবে থেকে শুটিং করা যাবে সেই বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন- আব্দুল 'রইস' লতিফ!

.