ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ

ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এবার পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার বাহাগেড়িয়া গ্রামে। গতকাল সন্ধেয় হঠাত্ই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম।  বিস্ফোরণ হয় গ্রামেরই জয়ন্ত নায়েকের বাড়িতে থাকা বাজি কারখানায়।  গোটা বাড়িটিতে আগুন লেগে যায়। জখম হন বাড়ির মালিকের ছেলে ও ভাইপো সহ তিন জন। ঘটনার পর থেকেই বেপাত্তা বাড়ির মালিক। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা।   মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আগেও কারখানার মালিক  জয়ন্ত নায়েককে গ্রেফতার করেছিল পুলিস। তাঁর থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বিস্ফোরক। তখনই তার কারখানার লাইসেন্স বাজেয়াপ্ত হয়। গতরাতের ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

Updated By: Jan 11, 2016, 08:38 AM IST
ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ

ওয়েব ডেস্ক: ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এবার পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার বাহাগেড়িয়া গ্রামে। গতকাল সন্ধেয় হঠাত্ই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম।  বিস্ফোরণ হয় গ্রামেরই জয়ন্ত নায়েকের বাড়িতে থাকা বাজি কারখানায়।  গোটা বাড়িটিতে আগুন লেগে যায়। জখম হন বাড়ির মালিকের ছেলে ও ভাইপো সহ তিন জন। ঘটনার পর থেকেই বেপাত্তা বাড়ির মালিক। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা।   মাওবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আগেও কারখানার মালিক  জয়ন্ত নায়েককে গ্রেফতার করেছিল পুলিস। তাঁর থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বিস্ফোরক। তখনই তার কারখানার লাইসেন্স বাজেয়াপ্ত হয়। গতরাতের ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

 

.