দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত চন্দননগরের হরিদ্রাডাঙা

দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত চন্দননগরের হরিদ্রাডাঙা। দুষ্কৃতীদের বিরুদ্ধে মুখ খোলায় পিস্তলের বাটের আঘাতে  প্রতিবাদী যুবকের মাথা ফাটাল দুষ্কৃতীরা। পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হলে দুষ্কৃতীরা শূণ্যে গুলি ছুড়ে চম্পট দেয় ।

Updated By: Mar 5, 2017, 09:09 PM IST
দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত চন্দননগরের হরিদ্রাডাঙা

ওয়েব ডেস্ক: দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত চন্দননগরের হরিদ্রাডাঙা। দুষ্কৃতীদের বিরুদ্ধে মুখ খোলায় পিস্তলের বাটের আঘাতে  প্রতিবাদী যুবকের মাথা ফাটাল দুষ্কৃতীরা। পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হলে দুষ্কৃতীরা শূণ্যে গুলি ছুড়ে চম্পট দেয় ।

বেশ কিছুদিন চুপচাপ ছিল। আবার শুরু হয়েছে। রাতে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন চন্দননগরের হরিদ্রাডাঙার বাসিন্দারা। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে জনা আটেক দুষ্কৃতী। ছুতোনাতায় ঝামেলা পাকিয়ে টাকা চাইছে। টাকা না দিলেই মারধর। শনিবার রাতেই দুষ্কৃতী তাণ্ডবে মাথা ফাটল হরিদ্রাডাঙার এক যুবকের। হরিদ্রাডাঙা মাঠের কাছে মাঠে বসে গল্প করছিলেন কয়েকজন যুবক। সেই সময় হামলা চালায় দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় এক যুবকের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। চিত্‍কার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হলে দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুঁড়ে চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝামেলায় এড়াতে অনেকেই দুষ্কৃতীদের দাবি মত টাকা দিয়ে দেয়,না দিলেই তাণ্ডব।

এর আগেও মাস খানেক আগে হরিদ্রাডাঙা প্রাথমিক স্কুলের সামনে দিনের বেলায় এক সাইকেল আরোহীকে গুলি করে দুষ্কৃতীরা। তারপর পুলিসি ধরপাকড়ে কয়েকমাস দুষ্কৃতী তাণ্ডব বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়ে উঠেছে দুষ্কৃতী চক্র।

.