দক্ষিণ চব্বিশ পরগনায় সোনার দোকানে ডাকাতি রুখতে গিয়ে খুন নৈশপ্রহরী
গভীর রাতে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। বাধা দিতে গিয়ে খুন নৈশপ্রহরী। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ঘটিহারানিয়া বাজারের ঘটনা। প্রশান্ত পাল নামে সোনা ব্যবসায়ীর দোকানে হানা দেয় সশস্ত্র ডাকাতদল। শাটার ভেঙে ডাকাতির চেষ্টা হয়। বাধা দেন প্রবীণ নৈশপ্রহরী কুলসিং সাকি। তাঁকে পিছমোড়া করে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। বাজারের বিভিন্ন দোকানে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা জেগে যান। পালিয়ে যায় ডাকাতদল। নৈশপ্রহরীর দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, পাঁচ মিনিট দূরত্বে পুলিস ক্যাম্প থাকলেও পুলিস আসতে দেরি করে। পরে ঘটনাস্থলে আসেন কুলতলি থানার ওসি।
ওয়েব ডেস্ক: গভীর রাতে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। বাধা দিতে গিয়ে খুন নৈশপ্রহরী। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ঘটিহারানিয়া বাজারের ঘটনা। প্রশান্ত পাল নামে সোনা ব্যবসায়ীর দোকানে হানা দেয় সশস্ত্র ডাকাতদল। শাটার ভেঙে ডাকাতির চেষ্টা হয়। বাধা দেন প্রবীণ নৈশপ্রহরী কুলসিং সাকি। তাঁকে পিছমোড়া করে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। বাজারের বিভিন্ন দোকানে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা জেগে যান। পালিয়ে যায় ডাকাতদল। নৈশপ্রহরীর দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, পাঁচ মিনিট দূরত্বে পুলিস ক্যাম্প থাকলেও পুলিস আসতে দেরি করে। পরে ঘটনাস্থলে আসেন কুলতলি থানার ওসি।