সেতু ভেঙে দুর্ঘটনায় মৃত ৩৪, উদ্ধার ৬০

দার্জিলিঙে কাঠের সেতু ভেঙে দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় ৬০ জনকে। তাদের বিজনবাড়ি ও দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

Updated By: Oct 22, 2011, 09:53 PM IST

দার্জিলিঙে কাঠের সেতু ভেঙে দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় ৬০ জনকে। তাদের বিজনবাড়ি ও দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ক্ষতিপূরণের পাশাপাশি , আহতদের চিকিত্সার সব খরচও বহন করবে বলে জানিয়েছে রাজ্য সরকার। দার্জিলিং-এর পুলবাজারে কাঠের সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। কয়েকজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে হাসপাতালেও মারা যান বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করার পর বিজনবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে বেশ কয়েকজনকে পাঠানো হয় দার্জিলিং হাসপাতালে। দুটি হাসপাতালেই ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও আহতদের পরিবারের লোকজন। নিখোঁজের সংখ্যা সঠিকভাবে বোঝা না গেলেও, বেশ কয়েকজন শিশু ও বস্তিবাসী মানুষও নিখোঁজ রয়েছেন বলে মনে করা হচ্ছে।
 

.